সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার রাতে দেশে ফিরেছেন তিনি। সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চের আমন্ত্রণে সেখানে যান স্পিকার।
স্পিকার ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত এ সফরে সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন এবং সিঙ্গাপুর পার্লামেন্টের ডেপুটি স্পিকার লি বো চুয়ান এর সঙ্গে বৈঠক করেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এইচএস/এআরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে