বিদ্যুৎ খাতে বিনিয়োগ আগ্রহী বিদেশিরা
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত হয়েছে। নিরাপদ ও উপযোগী পরিবেশের জন্য বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। জার্মানি, সুইডেনসহ ইউরোপীয় দেশসমূহও বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক।
সোমবার বিদ্যুৎ ভবনে ‘ভোলা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র’-এর জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের শতভাগ বেসরকারি বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি শাপুর্জি পালনজি গ্রুপের প্রতিষ্ঠান ‘নতুন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
২২০ মেগাওয়াট (গ্যাস) ও ২১২ মেগাওয়াট (এইচএসডি) বিদ্যুৎ ক্রয় চুক্তিতে পিডিবির পক্ষে সংস্থাটির সচিব মিনা মাসুদ উজ্জামান ও নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জে সিনহা মহাপাত্র স্বাক্ষর করেন। ২২ বছর মেয়াদী এ চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করা হবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ ও শাপুর্জি-পালনজির ব্যবস্থাপনার পরিচালক মুকুন্দন শ্রী নিবাসন।
এমইউএইচ/জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত