ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১০ জুন ২০১৫

রাজধানীর মিরপুরে জাহিদুল ইসলাম রাসেল (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউ-এর মেডিফেয়ার ফার্মেসিতে গুলিবিদ্ধ হন রাসেল।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রুবেল। রাত ২টার সময় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত রাসেলের বাবার নাম আব্দুল মান্নান। মিরপুর ১১ সেকশনের ৫ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে থাকতেন রাসেল।

বিএ