রাজধানীতে অপহৃত শিশুর লাশ মিললো বুড়িগঙ্গায় : আটক ৩
রাজধানীর নবাবগঞ্জ এলাকার অপহৃত শিশু রিফাতের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রিফাতের লাশ উদ্ধার করে র্যাব-১০ সদস্যরা।
র্যাব-১০ কর্মকর্তা মেজর কবির জাগোনিউজকে জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
অপহরণের মঙ্গলবার রাতেই অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মূল আসামী মো. জুয়েল(৩৬), হাবিব(৫৫) ও ইকবাল(৩৪)।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি