এ.কে খন্দকারের জামিনের শুনানি ২৫ জুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ.কে খন্দকারের জামিনের পরবর্তী শুনানি আগামী ২৫ জুন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুনীরা সুলতানার আদালতে এ.কে খন্দকার হাজির হয়ে তার আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করলে আদালত ২৫ জুন ধার্য করেন।
এ.কে খন্দকারের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল রউফ জাগোনিউজকে বলেন, এই মামলায় গত ২৩ মার্চ আদালত এ.কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করে শুনানীর জন্য ২৫ জুন দিন ধার্য্য করেছিলেন। কিন্তু এ.কে খন্দকার অসুস্থ্য থাকার কারণে বৃহস্পতিবার দুপুরে তিনি আদালতের হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত জামিন আবেদনের শুনানীর জন্য ২৫ জুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।
আজিজুল আলম সঞ্চয়/এসকেডি
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর