মালয়েশিয়ায় শ্রমিকদের টাকা ও স্বর্ণালংকার নিয়ে পলায়নের অভিযোগ
প্রতারক জনি
মালয়েশিয়ায় শ্রমিকদের টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে। জানা গেছে, জয়নাল আবদিন জনি নামক এক প্রতারক মালয়েশিয়ার কোম্পানি এমডিআই কালেকশন এসডিএনবিএইচডি থেকে শ্রমিকদের গচ্ছিত রাখা ২৩ হাজার ২ শত রিঙ্গিত ও ১৬০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে ওই প্রতারক পালিয়ে গেছে। বাংলাদেশি টাকায় ২৩ হাজার ২ শত রিঙ্গিতের বাজার মূল্য ৫ লাখ ২০ হাজার ৯ শ’ ৬০ টাকা আর স্বর্ণের বর্তমান বাজার দর ৫ লাখ ১০ হাজার ৪ শ’ টাকা
ঘটনাটি ঘটে গত ৮ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুর তামান শ্রী সিনার এলাকায়। এ ঘটনায় এমডিআই কালেকশন এসডিঅনবিএইচডি’র মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বাদী হয়ে জিনজান, সেনতুল ও কেপং থানায় ৩টি মামলা দায়ের করেন। তিনি বাংলাদেশ হাইকমিশনেও লিখিত একটি অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, মোহাম্মদ ইসমাইল হোসেন তার নিজ কোম্পানি এমডিআই কালেকশন এসডিএনবিএইচডি এ সুপারভাইজার হিসেবে জয়নাল আবদিন জনিকে চাকরি দেন। জনির অসহায়ত্বের কথা ভেবে এবং একই জেলার (চাঁদপুরের) হওয়ার জনির প্রতি ইসমাইল হোসেন সহমর্মিতা দেখান।
এলাকার সন্তান হিসেবে যাবতীয় ভরণ পোষণ করেন ইসমাইল হোসেন। জনি সুপারভাইজার হিসাবে কাজও করেন অনেক দিন। ইসমাইল হোসেন তার শ্রমিকদের বেতনের গচ্ছিত টাকা নিজের বাসার ড্রয়ারে রেখে প্রতিদিনের মত অন্যত্র চলে যান। তার ড্রয়ারে ১৬০ গ্রাম স্বর্ণালংকারও ছিল। তার অভিযোগ- টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে জয়নাল আবদিন জনি পালিয়ে গেছে।
ইসমাইল কোথাও খুঁজে পাননি জনিকে। দেশের বাড়িতে ফোন দিয়েও জনির হদিস মেলেনি। উপায়ন্ত না দেখে ইসমাইল হোসেন নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে মালয়েশিয়ায় অবস্তানরত বাংলাদেশি প্রবাসীরা জানান, জনি চুরি করে দেশের ভাবমুর্তি নষ্ট করেছে। আইনের আওতায় এনে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন প্রবাসীরা।
প্রতারক জনির বাবার নাম মৃত হাফিজ উদ্দিন, চাঁদপুর জেলার মতলব উপজেলার বার হাতিয়া গ্রামের এনায়েত পুরের বাসিন্দা সে। এদিকে এলাকায় খোঁজ নিয়ে জনির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ পাওয়া গেছে। গত জোট সরকারের আমলে সে চাঁদপুর জেলার মতলব উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও আছে। তার অত্যাচারে এলাকা বাসী অতিষ্ঠ ছিল। বাধ্য হয়ে সে মালয়েশিয়া যায় বলে জানা গেছে।
মালয়েশিয়ার পুলিশ প্রতারক জনিকে খুঁজছে। বাদী ইসমাইল হোসেন প্রতারক জনির বিরুদ্ধে দেশে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো
- ২ পল্টনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু
- ৩ শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
- ৪ দিপু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে: ধর্ম উপদেষ্টা
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত