হজযাত্রী প্রতি ৬৮০০ রিয়াল সৌদিতে স্থানান্তরের অনুমতি
হজ এজেন্সিগুলোকে যাত্রী প্রতি ৬৮০০ রিয়াল সৌদিতে স্থানান্তরের অনুমতি দিয়েছে সরকার। সৌদি আরবে হজযাত্রীদের বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এ অর্থ পাঠাতে পারবে এজেন্সিগুলো। এ লক্ষ্যে সকল বেসরকারি এজেন্সিকে হজযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি প্রদানের প্রমাণ দাখিল করতে হবে।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত এক পরিপত্রে হজ এজেন্সির মালিক/বৈধ প্রতিনিধির মাধ্যমে যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে সৌদি আরবে ৬৮০০ রিয়াল বা সমমানের বাংলাদেশি টাকা স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত কোটার ১ লাখ ১ হাজার ৭ শ’ ৫৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যাবেন বলে আশা করা হচ্ছে।
এমইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো