`বন্দকযুদ্ধে` কালা বাবু নিহত
রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এক বন্দুকযুদ্ধে ট্রিপল মার্ডারের আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে ওয়ারলেস রেলগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, আজ ভোর ৪টার দিকে কালা বাবু ও তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের এক বন্দুকযুদ্ধ হয়। আর এ বন্দুকযুদ্ধে কালা বাবু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য আহত হন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে রেলের জমি দখলকে কেন্দ্র করে মগবাজারের সোনালীবাগে কালা বাবু গ্রুপের সন্ত্রাসীরা কালাচানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কালাচাঁনের বোন বৃষ্টি ওরফে রানু (২৮), বিল্লাল হোসেন (২৫) ও মুন্না (২০) নামে ৩জন নিহত হন। আর এ ঘটনায় কালা বাবুকে প্রধান আসামি করে রমনা থানায় একটি মামলা হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি