জাতীয় কন্যা শিশু দিবস পালিত
দিনাজপুরে কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি
‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার দেশব্যাপী পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭।
দিবসটি উপলক্ষে সারাদেশসহ রাজধানীতে র্যালি, আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আজ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এর আগে প্রতিমন্ত্রী সকাল ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র্যালির মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। র্যালিটি শাহবাগ থেকে টিএসসি হয়ে শিশু একাডেমি চত্বরে এসে শেষ হয়। র্যালিতে মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগম এবং শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।
শিশু একাডেমি মিলনায়তনে শুরু হয় আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি ছিলেন একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স ও নারীমৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি।
এফএইচএস/জেডএ/পিআর