ভ্রাম্যমাণ আদালত আইনের খসড়া অনুমোদন
ভ্রাম্যমাণ আদালত (সংশোধন)-২০১৫’ র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের এ কথা জানান।
মোশাররাফ হোসাইন বলেন, দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে অপরাধীদের শাস্তির বিধান রেখে এ আইন সংশোধনের অনুমোদন দেয়া হয়েছে। এতে তথ্যপ্রযুক্তির ব্যবহারও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
সচিব আরো বলেন, এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়লেও তা বিচারবিভাগের সমকক্ষ হবে না। আর বিচারকরা প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামতও নিতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার হবে না। এছাড়াও বৈঠকে পাট ও বাংলাদেশ শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৫`র খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা