ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০১ এএম, ১৮ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।

বুধবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুলকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

ওই সময় পদোন্নতির আদেশে বলা হয়েছিল, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে নজরুলকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রেস সচিব ছাড়াও উপ-প্রেস সচিব, সহকারী প্রেস সচিব থাকলেও অতিরিক্ত প্রেস সচিব ছিল না। চারজন উপ-প্রেস সচিব ও তিনজন সহকারী প্রেস সচিব ছিলেন। এর মধ্যে উপ-প্রেস সচিব নজরুল ইসলামকে অতিরিক্ত প্রেস সচিব করা হলো।

আরএমএম/এএইচ/এমএস

আরও পড়ুন