মেধাবী মামুন বাঁচতে চায়
স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ফলাফলের পর ভর্তিও হয়েছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে। স্বপ্ন পূরণে পড়াশোনা চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ বাঁধ সাধে মরণব্যাধি ব্ল্যাড ক্যান্সার। বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মামুন।
স্কুল শিক্ষক বাবার সামান্য জমানো টাকা ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় মামুনকে ইতোমধ্যে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার কেমো থেরাপি চলছে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন।
বিশাল অংকের এই টাকা মামুনের পরিবারের পক্ষে ব্যয় করা অসম্ভব। তাই বাধ্য হয়ে তার পরিবার সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মামুনকে সাহায্য করার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : জনতা ব্যাংক লিমিটেড, সৈয়দ মামুনুর রশিদ, অ্যাকাউন্ট নম্বর- ০১০০০৮৯৮৩৫২৫৩।
এমএএস/জেআইএম