সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে মাসব্যাপি জামদানি মেলা
ঈদকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপি আন্তর্জাতিক জামদানি তাঁতবস্ত্র মেলা। বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারাস বিজনেস অ্যাসোসিয়েশন এ মেলার আয়োজন করেছে।
মেলায় স্টল রয়েছে ৬০টি। এতে প্রদর্শিত হচ্ছে নানা পণ্য। এখানে বাহারী জামদানি শাড়ি ছাড়াও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রুহিতপুরী তাঁতের লুঙ্গি, কুষ্টিয়ার তাঁতের বেড কাভার, কুশন কাভার, তাঁতের থ্রিপিস, টেবিল ম্যাট, বুটিকের শাড়ি, জামা, ফতুয়াসহ গৃহস্থালির অনেক পণ্য পাওয়া যাচ্ছে।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি বলেন, ক্রেতারা এখানে এসে তুলনামূলক কম দামে জামদানি শাড়ি কিনতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তাঁতবস্ত্র ও বুটিকসের পণ্য পাবেন।
তিনি জানান, জামদানি শাড়ির দাম দুই হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি