পিলখানায় পৌঁছেছেন নায়েক রাজ্জাক
ফাইল ছবি
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে নির্যাতিত ও অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক পিলখানায় পৌঁছেছেন।
নাকের চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ১১ টায় পিলখানার বিজিবি সদর দফতরে পৌঁছান তিনি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্রামের জন্য রাজ্জাক রাতে পিলখানায় থাকবেন। সকালে তাকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হবে। তবে হাসপাতালের নাম জানাননি তিনি।
এর আগে, ১৭ জুন টেকনাফে টহলরত অবস্থায় রাজ্জাককে অপহরণ করে বিজিপি। নির্যাতনের ৯ দিন পর বৃহস্পতিবার তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি