ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিমানযাত্রীর লাগেজে ১৩৮ কার্টন নিষিদ্ধ সিগারেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩৮ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। ওই যাত্রীর নাম ফকরুল ইসলাম ভূঁইয়া। রোববার দুপুরে এই সিগারেট জব্দ করা হয়।

রোববার রাতে এক বার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহারপরিচালক ড. মইনুল খান জানান, সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীতে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তার ব্যাগেজ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়েছে।

সিগারেটগুলো বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের।

ড. মইনুল খান বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় আট লাখ ২৮ হাজার টাকা। এই সিগারেট জব্দের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এআর/এমআরএম/জেডএ

আরও পড়ুন