দুই নারীসহ ৬ ভুয়া ডিবি আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ নারী প্রতারকসহ ৪ জন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০১। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, চক্রটি বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির মতো কাজ করতো। পাশাপাশি চক্রের নারী সদস্যরা দেশের বিভিন্ন এলাকার বিত্তশালীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে প্রেমের ফাঁদে ফেলে। এরপর তারা তাদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে।
এবিষয়ে দুপুরে র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারের অধ্যাদেশগুলোতে রাষ্ট্র সংস্কারের স্পষ্ট প্রতিফলন নেই
- ২ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী
- ৩ অনুগত নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে: সুব্রত চৌধুরী
- ৪ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মারাত্মক বিভাজনে জড়িয়েছে
- ৫ খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত