আনিসুলকে নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে : ডিএনসিসি
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মেয়রের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলা হয়, লন্ডনে চিকিৎসাধীন ডিএনসিসির মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তাকে গত ৩১ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান মেয়র আনিসুল হক। লন্ডনে যাওয়ার কয়েক মাস আগে থেকেই তিনি অসুস্থবোধ করছিলেন। লন্ডনে অবস্থানকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। তার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং আশানুরূপ আরোগ্য লাভ করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি ও তার পরিবারের পক্ষ থেকে আনিসুল হকের রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
এএস/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি