ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিচারপতি সুলতান হোসেন খান আর নেই

প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৪ জুলাই ২০১৫

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুলতান হোসেন খান (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে সুলতান হোসেন খান স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান হোসেন ১৯২৫ সালে ঝালকাঠি জেলার রাজাপুরে জন্মগ্রহণ করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সুলতান হোসেনের পারিবারিক সূত্র জানা যায়, শনিবার সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার ছেলেমেয়েদের কয়েকজন দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তাদের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর তার মরদেহ দাফন করা হবে।

একে/এমএস