সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবারো ট্রেন চলাজল শুরু হয়েছে। এর আগে রোববার ভোর সাড়ে ৪ টায় হবিগঞ্জের রশিদপুরে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ৬টি ট্যাংকার লাইনচ্যুত হয়। দিনভর চেষ্টা চালিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ট্যাংকারগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রশিদপুর স্টেশন মাস্টার মো. ইয়াছির আরাফাত জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ৯৫২ ডাউন তেলবাহী ট্যাংকারটি ভোর ৪টা ২৫ মিনিটে স্টেশনের হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে, চট্টগ্রামগামী পাহাড়িকা মৌলভীবাজারের কুলাউড়া ও ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।
এছাড়া সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ও সিলেট-আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামুর যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। উদ্ধারকারী ট্রেন এসে দিনভর চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্যাংকার উদ্ধার করলে বিকেল সোয়া ৩টায় শায়েস্তাগঞ্জ থেকে পারাবত ট্রেনটি প্রথমে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ২ দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ছিলেন ২৩ প্রার্থী, কপাল পুড়লো ২ জনের
- ৩ সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন হোক: সিইসি নাসির
- ৪ যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে: প্রধান উপদেষ্টা
- ৫ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ