দুদকে অসুস্থ আবদুল হাই বাচ্চু
ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। বুধবার বেলা ২টার দিকে তিনি অসুস্থ বোধ করায় দুদক কার্যালয়ে একজন চিকিৎসক যান। পরে ওই চিকিৎসক জানান, আবদুল হাই বাচ্চু নার্ভাস বোধ করছেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান আবদুল হাই বাচ্চু। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে গত ৪ ডিসেম্বর সোমবার বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে সাংবাদিকদের তিনি বলেন, তার কোনো দোষ নেই।
আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা ঋণ বিতরণ করে। এজন্য জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গা থেকে তার সমালোচনা হলেও এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। এখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এইচএস/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার