ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ রোববার

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৭ জুলাই ২০১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্তিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।  আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান শামীম আজিজ ও মোরশেদ আলম।

এর আগে ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারককে মানষিক অসুস্থ বলে মন্তব্য করায় সোমবার জাফরউল্লার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য আবেদন জানায় তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রারের কাছে এই আবেদন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফএম শাহীন।

তাদের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনটি দাখিল করেন আইনজীবী খান মোহাম্মদ শামিম আজিজ। এ নিয়ে তৃতীয়বারের মতো জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো।

এফএইচ/এএইচ/পিআর