আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার ১২ জঙ্গির
ফাইল ছবি
আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ১২ জন। গ্রেফতারকৃত জঙ্গিদের রিমান্ড শেষে এ তথ্য জানিয়েছে পুলিশ।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিন জাগো নিউজকে বলেন, অভিযুক্তরা আল কায়েদার সদস্যতার কথা স্বীকার করেনি। তবে তারা জিহাদী বই পড়ে, কেনা-বেচা করে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ জড়িত থাকতে পারে।
রিমান্ডে অভিযুক্তরা দাবি করে, বন্ধুত্বতা রক্ষায় জিহাদী ও ইসলামী নেতাদের সঙ্গে সম্পর্ক রাখতো তারা। তাদের দেয়া বই পড়তো, তাদের কথামতো জীবনযাপনের চেষ্টা করতো। তবে কোন দলের কিংবা সংগঠনের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, ৫ জুলাই বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওইদিন দুপুরে গ্রেফতাকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। এতে র্যা বের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা শাখার (একিউআইএস) সদস্য। ঈদুল ফিতরের পর রাজধানীতে, পর্যায়ক্রমে সারাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। নেতাদের জেল থেকে ছাড়িয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা পরিকল্পনা করেছিল তারা। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে, রিমান্ড শেষে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির (দক্ষিণ) জঙ্গি দমন ও আন্তঃদেশীয় অপরাধ দমন টিমের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাটি তদন্ত করছে। তিনি জাগো নিউজকে বলেন, মামলার কাগজপত্র আজ (বুধবার) হাতে পেলাম। এখনো তাদের জিজ্ঞাসাবাদের সময় পাইনি। বুধবার তাদের দ্বিতীয় দফা রিমান্ডে নেয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে।
এআর/এসআইএস/এমএস