‘পিতা তুমি ভুল করোনি এ দেশ স্বাধীন করে’
ছবি-ফাইল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে বঙ্গবন্ধু ভুল করেনি। সামাজিক, অর্থনৈতিকসহ সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ আজ এগিয়ে রয়েছে।
বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, পিতা তুমি ভুল করোনি এ দেশ স্বাধীন করে। তোমার স্বাধীন করা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তোমার সুকন্যা শেখ হাসিনা তোমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাদের বলেন, আগামী বিজয় দিবসের আগে আমরা আরেকটি বিজয় জাতিকে উপহার দেবো। আগামী নির্বাচনে বিজয়ের জন্য নারী ও তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে এ দেশের নারী ও তরুণদের ঐক্যবদ্ধ করতে হবে।
এফএইচএস/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ
- ২ নির্বাচনি নথি গায়েবের অভিযোগে উদ্বেগ প্রকাশ জামায়াত প্রার্থীর
- ৩ ভোগান্তি কমাতে ৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড
- ৪ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে ১৯৬৭ প্রার্থীকে, প্রচারণার সময় ২০ দিন
- ৫ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন