মুক্তিযুদ্ধে অবদান : ভারত-রাশিয়ার বীরদের সংবর্ধনা বিমান প্রধানের
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর ৪০ জন বীর যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। রোববার (১৭ ডিসেম্বর) বিএএফ ফ্যালকন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জয় ভগবান সিং যাদব এবং রুশ দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন (অব.) স্ট্যানিস্লাভ গর্বাচেভ। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারত ও রাশিয়ার ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদেরকে স্মারক উপহার দেন। তাদের পক্ষ থেকেও বিমান বাহিনী প্রধানকে স্মারক উপহার দেয়া হয়।
উল্লেখ্য, ভারত ও রাশিয়ার প্রতিনিধি দলটি মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফরকালে তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।-আইএসপিআর
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে আধিপত্যবাদীদের স্থান দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
- ২ বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
- ৩ হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় জিডি
- ৪ বাংলাদেশ সফর করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট
- ৫ ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই