ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমলাপুরে ব্ল্যাকে টিকিট বিক্রি, আটক ১

প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১২ জুলাই ২০১৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্ল্যাকে ট্রেনের টিকিট বিক্রির সময় স্বপন(২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে আটক স্বপন অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডটকম-এর মাধ্যমে ব্ল্যাকে ট্রেনের টিকিট বিক্রির চেষ্টা করছিলেন বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ আটক স্বপনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল মজিদ।

তিনি জানান, ঢাকা-ফেনী রুটে ট্রেনের ৪টি টিকিটের নির্ধারিত মূল্য ৯০০ টাকা। কিন্তু স্বপন ওই টিকিট বিক্রয় ডটকমের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করতে বিজ্ঞাপন দেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে স্বপনকে আটক করে।

জেইউ/এসআরজে