ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

গত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে জানা গেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। অপরদিকে মহাসড়ক চার লেন উন্নীতকরণ কাজ চলা এবং রাস্তা সরু হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে রয়েছে। এতে যাত্রী, যানবাহনের স্টাফ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের চন্দ্রা থেকে ধেরুয়া পর্যন্ত ঢাকার দিকে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচল করছে।

ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের চালক খুরশেদ আলম বলেন, সকাল ৭টায় চন্দ্রা এলাকায় যানজটে আটকা পড়েন। তিন ঘণ্টায় তিনি মির্জাপুরে আসেন।

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালভর্তি পিকআপ ভ্যানের চালক আলফাজ মিয়া জানান, রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যানজটে আটকা পড়েন। সকাল ১০টায় মির্জাপুর বাইপাস পর্যন্ত আসেন।

মির্জাপুর বাইপাস স্টেশনে কর্তব্যরত টিআই মো. ইত্তেখার বলেন, একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নীতকরণ কাজ চলছে। অপরদিকে বুধবার রাতে ঘন কুয়াশা পড়ায় যানবাহনের চালেকরা ধীর গতিতে যান চালান। এ কারণে যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের দিকে ধীর গতিতে যান চললেও ঢাকার দিকে ধেরুয়া থেকে থেমে থেমে চলছে বলে তিনি জানান।

এস এম এরশাদ/আরএআর/পিআর

আরও পড়ুন