ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ঢাকার দুই সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি তফসিল ঘোষাণা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বেলা ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়েছিল। এরই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন।
এইচএস/এএস/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালও মানতে অনীহা, এখনো ভরসা হাতের ইশারা
- ২ নির্বাচন-গণভোট নিয়ে ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ
- ৩ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ৪ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৫ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ