ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযোদ্ধা ড. জহিরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২০ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা প্রবাসী কৃষি বিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা কমান্ড কাউন্সিলের কমান্ডার ড. জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে অংশগ্রহণকারী এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশ একজন সূর্যসন্তানকে হারালো।

প্রধানমন্ত্রী আরো বলেন, নব্বই-এর দশকে জনকণ্ঠ পত্রিকায় ধারাবাহিকভাবে ‘একাত্তরের গেরিলা’ শিরোনামে নিবন্ধ লিখে ড. জহিরুল ইসলামের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন। দেশ ও জাতি আজীবন দেশপ্রেমিক এই মুক্তিযোদ্ধার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও কৃষি বিজ্ঞানী ড. জহিরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার বিকেলে কানাডার টরেন্টো বে ক্রেস্ট হাসপাতালের প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিএ/পিআর