পুরান ঢাকায় স্বর্ণের ওয়ার্কশপে চুরি
ফাইল ছবি
পুরান ঢাকারএকটি স্বর্ণের ওয়ার্কশপে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ৪৩ নম্বর বেচারাম দেওরীর নান্না বিরিয়ানীর পাশের সাউদিয়া জুয়েলারি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা দোকানের বাইরের পাশের দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকে স্বর্ণ হাতিয়ে নেন। পরে সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারে মালিকপক্ষ। তবে ভেতরে কি পরিমাণ স্বর্ণ ছিল তা এখনো পুলিশকে জানায়নি মালিকপক্ষ।
ঘটনাস্থল থেকে পুলিশের বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। ভেতরে কি পরিমাণ স্বর্ণ ছিল তা দোকানের রেজিস্টার খাতায় থাকার কথা। তবে মালিকপক্ষের কেউ স্বর্ণের পরিমাণ পুলিশকে জানায়নি। দোকানে রাতে কেউ থাকতো না। পুলিশ তদন্ত করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এআর/এএইচ/আইআই