গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কাশিমপুর এলাকায় `মেঘা ডাইং` নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে কারখানটির ৯ তলা একটি ভবনের তিন ও চার তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার কারণ এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী মোহাম্মদ আলী জানান, নয় তলা ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় আগুন ভবনের অন্য কোথাও আর ছড়াতে পারেনি। তবে চতুর্থ তলার আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ তলা ভবনের তিন ও চার তলায় আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আগুন লাগার সময় ওই ভবনে কেউ ছিলেন কি না- তা জানাতে পারেননি তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি