বর্ষবরণ অনুষ্ঠানে টাকা ছিনতাই, দুইজনের কারাদণ্ড
বর্ষবরণ অনুষ্ঠানে সাপুড়েদের টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহেল রানা ও রাসেল আহমেদ।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানিয়েছেন, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণের অনুষ্ঠানে সাপের খেলা দেখাচ্ছিলেন এক দল সাপুড়ে। এ সময়ে এই দুই যুবক তাদের টাকা ছিনিয়ে নিয়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এআর/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো