বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচন জুনের শেষে
বাগেরহাট-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন জুনের শেষে হতে পারে। ওই নির্বাচনের তফসিল আগামী মে মাসে ঘোষণা করা হবে বলে শুক্রবার সকালে জাগো নিউজকে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, মে মাসে এ আসনের তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভোট হবে। আগামী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানান নির্বাচন কমিশন সচিব।
প্রসঙ্গত, বাগেরহাট-৩ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। এই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ মে ওই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এইচএস/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত