কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের আকর্ষণীয় অফার
ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণ মাত্র ৯,৭৭৭ টাকায়। আকর্ষণীয় এ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ভ্রমণ পিপাসুরা মাসিক কিস্তির মাধ্যমে এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।
নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন এক্সিকিউটিভ নিলাদ্রী মাহারত্ন জানান, এ সুবিধা দিতে দেশের ১৮ শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আট অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে নভোএয়ারের এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। অফারটি ১০ জুন পর্যন্ত চলবে।
এ প্যাকেজের মাধ্যমে প্রতিজন রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকার সুবিধা পাবেন।
এছাড়াও সর্বনিম্ন ১৬,৮৮৮ টাকায় ফ্লাইট ভাড়া ও পাঁচ তারকা হোটেলে থাকাসহ দুই রাত তিন দিনের কলকাতায় ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার।
আরএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর