তিন সিটির ভোটার তালিকা সিডিতে চায় ইসি
দেশের তিনটি সিটি কর্পোরেশনের ভোটার তালিকা সিডিতে (কমপ্যাক্ট ডিস্ক) চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ জুনের মধ্যে এই তিন সিটির ভোটার তালিকার (ছবিসহ ও ছবি ছাড়া) সিটি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে সরবরাহ করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের ভোটারদের তালিকা চাওয়া হয়। আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইসির উপ-সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি বছরের ৩১ জানুয়ারি প্রকাশিত এবং সর্বশেষ হালনাগাদকৃত তালিকার (ছবিসহ ও ছবি ছাড়া) সিডি সরবরাহ করতে বলা হয়।
এইচএস/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত