তিন সাংসদ বিএসএমএমইউর সিন্ডিকেট সদস্য মনোনীত
সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকসহ তিন সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
অপর দুই সংসদ সদস্য হলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী ও ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী।
জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেন।
গত ১৮ জুন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফারজানা জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুদার জানান, নির্বাচিত এ তিন সিন্ডিকেট সদস্যকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এমইউ/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি