দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন
দলিত জনগোষ্ঠী এখনো অবর্ণনীয় দুঃখ-কষ্ট, বৈষম্য ও বঞ্চনার মধ্যে জীবন যাপন করছে জানিয়ে দলিত জনগোষ্ঠীর রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত না হওয়ায় তুলসী চন্দ্র দাসের মতো বহু যুবক খুন হওয়ার পরও হত্যাকারীদের বিচার হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন অভিযোগ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১ আগস্ট পাবনা শহরের নিয়ম ফুড লিমিটেড কারখানায় সাইকেল চুরির অভিযোগে তুলসী চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে কারখানা মালিক ও শ্রমিকরা।
তারা জানান, ২ আগস্ট তুলসীর বাবা শাওন চন্দ্র দাস বাদী হয়ে চিহ্নিত রফিকুল ইসলাম রুমন, আবদুল হান্নানসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে হত্যাকারীরা তুলসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রায় ৬৫ লাখ দলিত জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় কাজ করছে জানিয়ে বক্তারা বলেন, শুধু দলিত হওয়ার অপরাধে তুলসীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি দলিত জনগোষ্ঠীর প্রতি চরম মানবাধিকার লঙ্ঘন।
সংগঠনের সভাপতি সুনীল কুমার মৃধার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মনি রানী দাস, সাংগঠনিক সম্পাদক ডেভিড রাজু প্রমুখ।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ২ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৩ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৪ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির
- ৫ চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা: আইন উপদেষ্টা