বাড্ডায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
ছবি-ফাইল
রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ডিউট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ জানান, বাড্ডা সাতারকুল এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে খবরে ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় ডিবি পুলিশ অভিযানে যায়।
অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা ডিবি পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
এসআই মান্নাফ জানান, নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
জেইউ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি