বিদেশে নারী কর্মী পাঠানো দালালদের বিচারের দাবি সংসদে
ফাইল ছবি
সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা নারীকর্মীদের বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত দলালদের আইনের আওতায় আনার দাবি উঠেছে জাতীয় সংসদে।
সোমবার কার্যপ্রণালী ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা একটি মনোযোগ আকর্ষণ নোটিশে জাপার সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ এ দাবি জানান।
তিনি বলেন, ‘দেশে অনেক অসহায় দরিদ্র পরিবার রয়েছে। তারা তাদের পরিবারের কষ্ট দূর করতে দালালদের চক্রান্তে বিদেশে পাড়ি জমায়। অধিক বেতনের কথা বলে এক শ্রেণির অসাধু দালাল তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাঠাচ্ছে। কিন্তু বিদেশে গিয়ে তারা প্রস্তাবিত কাজ পাচ্ছে না, বেতনও পাচ্ছে না। বরং দিনের পর দিন নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে।’
‘নির্যাতনের মাত্রা এত বেশি হচ্ছে যে তারা ভারসাম্য হারিয়ে ফেলছে। এ ধরনের নির্যাতিত দুই শতাধিক নারী সৌদি আরব থেকে প্রতি মাসে দেশে ফিরে আসছে। এ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
মাহজাবীনের ওই নোটিশের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘ভাষা না জানা, কথা বলতে না পারা এবং খাদ্যাভ্যাসের কারণে টিকতে না পারায় অনেকে দেশে ফিরে আসেন। সৌদি আরবে রমজান মাসে অত্যধিক কাজের চাপ সহ্য করতে না পেরে কিছু নারী শ্রমিক দেশে ফিরেছেন।’
‘এসব যেন আর না হয় সেজন্য আমরা যোগ্যতা ও দক্ষতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিদেশে নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছি’- যোগ করেন মন্ত্রী।
এইচএস/এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো