গার্মেন্ট শ্রমিকদের মজুরি কমানোর চক্রান্ত বন্ধের দাবি
গার্মেন্ট শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দেয়ার চক্রান্ত বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সেই সঙ্গে শ্রমিকদের অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করার দাবিও জানান তারা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে মজুরি বৃদ্ধির নাম করে শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দেয়ার চক্রান্ত চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতিতে শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে। অল্প টাকায় পরিবার-পরিজন নিয়ে জীবন চলতে হিমশিম খাচ্ছে তারা। এছাড়া প্রতিবছর বাড়ি ভাড়াসহ অন্যন্য খরচ বাড়ছে, সেই অনুযায়ী শ্রমিকরা বেতন পাচ্ছে না।
অবিলম্বে ১৬ হাজার টাকা সর্বনিম্ন মজুরি ঘোষণার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, অনেক আগে থেকে শ্রমিকরা দাবি জানিয়ে আসছেন তাদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার জন্য আর যদি শ্রমিকদের এমন দাবি মেনে না নেয়া হয় তাহলে মাঠ পর্যায়ে শ্রমিকরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হবে।
আয়োজক সংগঠনের সভাপাতি মন্টু ঘোষের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন প্রমুখ।
এএস/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত