মহাসড়কে দৈনিক দুই ঘণ্টা চলবে অটোরিকশা
ফাইল ছবি
অটোরিকশা চলাচলের ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা শুক্রবার থেকে শিথিল করে প্রতিদিন দুই ঘণ্টা যাত্রী ছাড়া মহাসড়কে চলাচলের অনুমতি দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকর হয়।
সেতুমন্ত্রীর বরাত দিয়ে কুমিল্লার পুলিশ কমিশনার শাহ আবিদুর রহমান জানান, শুধু সিএনজি রিফুয়েলিংয়ের সুবিধার্থে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে। তবে এসময় অটোরিকশায় কোনো যাত্রী বহন করতে পারবে না।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস