চট্টগ্রামে রেলের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ
সার্ভার ক্যাবল বিচ্ছিন্ন থাকায় চট্টগ্রাম রেল স্টেশনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ, শুক্রবার আগামী ১৯ আগস্টের টিকিট বিক্রির কথা ছিল।
বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় থাকা লোকজন সকালে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সার্ভারের ক্যাবল কাটা পড়ায় টিকিট বিক্রি করা যাচ্ছে না। সঙ্কট নিরসনে কাজ চলছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতির উন্নতির আশা করছি।
এদিকে টিকিট প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা টিকিট কিনতে বৃহস্পতিবার রাত থেকে লাইনে শুয়ে-বসে অপেক্ষা করছেন। সার্ভারের সমস্যা আগে কেন সমাধান করা হলো না।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ২ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৩ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো
- ৪ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই
- ৫ অপতথ্য মোকাবিলায় ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন সুইডেনের রাষ্ট্রদূত