চলে গেলেন সাংবাদিক গোলাম ফারুক
দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক আর নেই। শেষ নিশ্বাস ত্যাগের সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাত ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজার নামায অনুষ্ঠিত হবে।
সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে অবস্থানের সময় হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি বণিক বার্তার আগে সমকাল, আনন্দ ভুবন ও এবিসি রেডিওর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস