ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরএফএল’র পৃষ্ঠপোষকতায় নড়াইলে সুলতান উৎসব শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে বুধবার। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটির পৃষ্টপোষকতা করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এ ছাড়া পাওয়ার্ড বাই হিসেবে থাকছে রেইনবো পেইন্টস।

জানা গেছে, চার দিনব্যাপী উৎসবের কর্মসূচির মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন নড়াইল জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

জেডএ/এমএস

আরও পড়ুন