সোমবার থেকে সারাদেশে তাপমাত্রা বাড়বে
প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে রাজধানীসহ সারাদেশে টানা কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিস্নাত ছিল। মৌসুমী লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় আজ (রোববার) থেকেই আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ২/১ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও বাড়তে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং তৎসংলগ্ন উত্তর মহাসাগরে গুরুত্বহীন হয়ে পড়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসগরে অবস্থান করছে।
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামীকাল সূর্যাস্ত ৫টা ৩৩ ও সূর্যোদয় ৫টা ৫৬ মিনিটে।
এমইউ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ