বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার-মিড নাইট সানকে ১১ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতর মঙ্গলবার রাজধানীর কলাবাগান ও মিরপুর রোডে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে।
এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুুর ইসলাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এ অভিযানে নেতৃত্বে দেন।
এপিবিএন-৫ এর অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলাম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বিক্রয় করায় কলাবাগানের ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’ এর ব্যবস্থাপক অনিক ঘোষকে ৫ লাখ টাকা এবং একই অপরাধে মিরপুরের ‘মিড নাইট সান-২ থাই অ্যান্ড চাইনিজ রেস্টিুরেন্ট’ এর ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সহকারী পুলিশ সুপার মো. মুহাম্মদ নুর ইসলাম জানান।
মঙ্গলবার এপিবিএনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত