হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের প্রধান সাহের মুহাম্মাদ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ-বিন-নাসের-আল-বুসাইরী, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
সৌদি আরব ত্যাগ করার আগে রাষ্ট্রপতি মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য গত ৩০ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস