ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিলিন্ডার বিস্ফোরণে আহতরা ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১১ পিএম, ০১ নভেম্বর ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে পিকআপ ভ্যানে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আশপাশের যানবাহনে থাকা আটজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে নৌবাহিনী সদর দফতরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীনরা হলেন- সিএনজিচালক আবদুর রাজ্জাক (৪৫), মাক্রোবাস চালক খোকন (৪০), যাত্রী মো. করিম (৩২) বিল্লাল (২৫) সোহেল (৩৪) মোজ্জামেল (৪৩) আবদুল হাসেম (৫০) ও সাইদুল (৩০)।

সিএনজিচালক রাজ্জাক জানান, যাত্রী নিয়ে ফার্মগেটে যাওয়ার সময় বনানী নৌবাহিনী সদর দফতরের সামনে সিএনজির সামনে হঠাৎ বিকট শব্দে একটি পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুই যাত্রীসহ তিনিও আহত হন। ঘটনার সময় গ্যাস ও আগুনে বেশ কয়েকজন পথচারীও আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন।

বনানী থানার (এসআই) আবদুল বাতেন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় পিকআপটি। ছড়িয়ে পড়া গ্যাসের কারণে অনেকে অসুস্থ হয়ে হাসপাতাল চিকিৎসাধীন।

উল্লেখ্য, প্রায় এক ঘণ্টা পর সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তবে ঘটনার পর থেকেই লাপাত্তা চালক ও হেলপার।

ঘটনা সম্পর্কে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ৩টা ৫৫ মিনিটের দিকে পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের খবর পাই। দুটি ইউনিট যাওয়ার পর ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ভ্যানে কয়েকটা সিলিন্ডার ছিল, এর মধ্যে একটার বিস্ফোরণ ঘটে। পেছনে থাকা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর বাকি সিলিন্ডারসহ পিকআপ ভ্যানটির পেছনের অংশ উড়ে যায়। পিকআপভ্যানের (ঢাকা-মেট্রো-ন-১৫-৪০০০) চালক ও হেলপার পালিয়েছে। গাড়িটি হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ।

জেইউ/এএইচ/পিআর

আরও পড়ুন