পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, `দক্ষ জনবল বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সরকারের সবচেয়ে পুরোনো গোয়েন্দা সংস্থা। স্পেশাল ব্রাঞ্চের সক্ষমতা বাড়ানোর বড় জায়গা হলো যথাযথ প্রশিক্ষণ। ইমিগ্রেশন অফিসারদের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে গোয়েন্দা প্রশিক্ষণে বিশ্বমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব ইন্টেলিজেন্স ইতোমধ্যেই সক্ষমতা অর্জন করেছে।’
রাজধানীর উত্তরায় সোমবার বিকেলে স্পেশাল ব্রাঞ্চের স্কুল অব ইন্টেলিজেন্সের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন পুলিশ প্রধান।
আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়েন্দা তথ্য সংগ্রহে দক্ষ ও পেশাদার পুলিশ সদস্য তৈরির ক্ষেত্রে একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান স্কুল অব ইন্টেলিজেন্স।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘বর্তমানে প্রচলিত অপরাধের পাশাপাশি অর্থনৈতিক অপরাধ ও সাইবার অপরাধ বাড়ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় গোয়েন্দা কার্যক্রমে পুলিশ সদস্যদের প্রশিক্ষিত করার বিকল্প নেই। স্কুল অব ইন্টেলিজেন্স এক্ষেত্রে দক্ষ পুলিশ সদস্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের রোড ১০/এ, প্লট নং-২ এ নিজস্ব ২২.৪৪ কাঠা জমিরতে বেজমেন্টসহ ১৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট স্থায়ীভাবে পূর্ণাঙ্গ স্কুল ভবন তৈরি হচ্ছে। ইতোমধ্যে ৫ম তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ২য় পর্যায়ের নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে।
স্কুল অব ইন্টেলিজেন্স প্রতিষ্ঠালগ্নে ১৯৯২ সালে ৮টি কোর্সে মাত্র ২৪৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। ২০১৭ সালে ২৫টি কোর্সে ৮০টি ব্যাচে মোট ২ হাজার ৪১১ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হলে গোয়েন্দা প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে।
জেইউ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো