এগিয়ে চলেছে ‘গোসসা ভাঙানো’ পার্ক নির্মাণ
কোনো কারণে রাগে ছটফট করছেন? কিংবা মেজাজটা গরম? কিছুতে মন বসাতে পারছেন না। এমন সমস্যায় জর্জরিত নাগরিকদের মন ভালো করে দিতে বা রাগ-গোসসা নিবারণ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্মাণ করছে ‘গোসসা নিবারণী পার্ক’। গুলিস্তান সংলগ্ন ওসমানী উদ্যানে নির্মাণ হচ্ছে এই অত্যাধুনিক পার্ক।
এই পার্ক নির্মাণের মধ্যে দিয়ে রূপ বদলে যাবে পুরো ওসমানী উদ্যানের। প্রায় ৫৮ কোটি টাকা ব্যায়ে ওসমানী উদ্যানের ২৯ একর জায়গায় পার্কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। কাজ শেষ হলে পার্কটির জলাধারের পাশে বসে পুরনো দিনের গান শোনা বা নতুন দিনের নানা ধরণের সঙ্গীত মনকে সতেজ করবে।
জানা গেছে, পার্কটিতে জলাধার, আলাদা আলাদা বসার জোন, বাচ্চাদের জন্য বিশেষ জোন থাকার পাশাপাশি চা, কফি, স্যান্ডউইচ খাওয়া, ওয়াই-ফাই জোন, ফুড কর্নার, বড় স্কিনে টিভি দেখার ব্যবস্থা থাকবে। এছাড়াও পার্কে নগর মিউজিয়াম ও লাইব্রেরি থাকবে।পার্কের ভিতর একটি লেক তৈরি করা হবে, যেখানে সারা বছর পানি থাকবে। খেলা দেখা বা গানও শোনা যাবে সেখানে। পানি, প্রকৃতি আর আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্মাণ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগরিকদের নিজেদের মধ্যে অনেক সময় মান-অভিমান, গোসসা হয়ে থাকে। তাই সেই অবস্থায় লোকজন যখন এই পার্কে আসবে, স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানকার যেসব আয়োজন, সেগুলো স্বাভাবিকভাবেই মানুষের গোসসা বা রাগ কমিয়ে দেবে। এই চিন্তা থেকেই এটাকে ‘গোসসা নিবারণী পার্ক’ নাম দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পার্কটির চারেদিকে উঁচু করে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। ভিতরে নির্মাণ কাজ চলছে। বিভিন্ন স্থানে পিলার, ঢালাইয়ের কাজ করা হয়েছে।
পার্কটির বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হলে পার্কটি পুরোপুরি বদলে যাবে। নাগরিকদের মান-অভিমান বা গোসসা হলে পার্কটিতে আসলে স্বাভাবিকভাবে মন ভালো হয়ে যাবে। এখানকার যেসব আয়োজন, সেগুলো স্বাভাবিকভাবেই মানুষের গোসসা বা রাগ কমিয়ে দেবে বলে আমরা আশা করছি। আমাদের প্রকৌশল বিভাগ তাদের পরিকল্পনা অনুযায়ী পার্কটির কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে বেশ কিছু কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে আমাদের এই পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে।
চলতি বছরের ২৭ জানুয়ারি এই পার্কের নির্মাণকাজ উদ্বোধন করেন ঢাকা ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও ডিএসসিসি প্রকৌশলীদের মতে, ২০১৯ সালের জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হতে পারে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নির্মাণ শেষে পুরো পার্কের চারদিক উন্মুক্ত থাকবে। এ ধরনের পার্ক নির্মাণ বাংলাদেশে প্রথম হচ্ছে। আন্তর্জাতিক মহলে এরই মধ্যে পার্ক নির্মাণের উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এএস/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে