ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম-দুবাই রুটে ২০ জানুয়ারি থেকে চালু হচ্ছে ফ্লাই দুবাই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯

চট্টগ্রাম থেকে দুবাই রুটে ফের চালু হচ্ছে সংযুক্ত আরব-আমিরাতের বিমান ফ্লাই দুবাই। ২০ জানুয়ারি থেকে প্রতিদিন উড়বে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান বন্দর সিভিল এভিয়েশন কর্মকর্তা সহিদুল ইসলাম জানায়, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৯ উড়োজাহাজ বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে সকাল ১০টা ০৫ মিনিটে।

আর এফজেড-৫৯০ উড়োজাহাজটি বাংলাদেশ সময় বেলা ১১টা ০৫ মিনিটে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বেলা ৩টা ০৫ মিনিটে। মধ্যপ্রাচ্যের দুবাইভিত্তিক এ বিমান সংস্থার ভাড়াও তুলনামূলকভাবে কম। ফলে প্রতিদিন উঠানামায় যাত্রীদের সুবিধা হওয়ার পাশাপাশি হবে আর্থিক সাশ্রয়।

দুবাই থেকে চট্টগ্রামে আসতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ১৫০০ এইডি (আরব আমিরাত দিরহাম) ও চট্টগ্রাম থেকে দুবাই যেতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ৪৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গতঃ চট্টগ্রাম- দুবাই রুটে সাত বছর ফ্লাইট পরিচালনা করার পর চলতি বছরের ১৪ জুন থেকে সংযুক্ত আরব-আমিরাতের এ বিমান সংস্থাটি চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। এর আগে গত ২৫ মার্চ ঢাকা থেকে এবং সেপ্টেম্বরে সিলেট থেকেও বিমান সংস্থাটি তাদের ফ্লাইট পরিচালনা গুটিয়ে নেয়।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন শুরু করে ফ্লাই দুবাই। যাত্রী বেড়ে যাওয়ায় ওই বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান সংস্থাটি। তবে হঠাৎ করেই এ রুটে কার্যক্রম বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন চট্টগ্রামের দুবাই প্রবাসীরা। ফ্লাই দুবাই চলে যাওয়ার পর দুবাই- চট্টগ্রাম রুটে একমাত্র বাংলাদেশ বিমানই ফ্লাইট পরিচালনা করত।

আরএম/এএইচ/এমকেএইচ

আরও পড়ুন